ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক চাপায় আনজিরা খাতুন (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালক স্বামী হামিদুল ইসলাম (৪০) ও ছেলে আশরাফুল ইসলাম (৭) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ব্রিজ মোড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা কুষ্টিয়ার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ট্রাক চালক আক্তারুজ্জামান দর্শনা থানার পুরাতন বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যান যোগে স্বামী, স্ত্রী ও ছেলে নিয়ে এক বাড়িতে দুধ বিক্রি করতে যান। সেখান থেকে বেলা ১২ টার সময় বাড়ী ফেরার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে উঠতেই বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে।
এসময় ট্রাকের চাকার নিচে গৃহবধূ আনজিরা রাস্তায় ছিটকে পরে ট্রাক চাপায় তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আলমডাঙ্গা থানা পুলিশ, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে।
ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। লাশের ছিন্নভিন্ন অংশগুলো সংগ্রহ করে পুলিশ হেফাজতে দেবার প্রস্তুতি চলছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া, ট্রাকের চাকায় এক গৃহবধূ নিহত হয়েছে। তার স্বামী ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।