শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

রাশিয়ান প্রকৌশলীদের সাথে শৈলকুপার দুই শিক্ষক।

শৈলকূপা প্রতিনিধিঃ / ১৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

শৈলকুপা(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

রাশিয়া বিশ্বের অন্যতম পরাক্রমশালী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের মিত্রশক্তি হিসেবে বিবেচিত বন্ধু রাষ্ট্র। দুর্দিনেও বাংলাদেশের সঙ্গ প্রত্যাখ্যান করেনি তারা। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট করতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম অব্যাহত রেখেছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও পরবর্তীতে বহুবিধ ব্যবহারের ফলে বাংলাদেশও হবে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ। অর্থনৈতিক ও মানসিক পরিবর্তন আসবে দেশের সর্বস্তরের মানুষের।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান প্রকৌশলীদের সাথে শৈলকুপা উপজেলার দুইজন শিক্ষক আলাপচারিতা করেন৷ শৈলকুপা উপজেলার শিক্ষক জনাব মোঃ টিটো মিজান স্যার এবং মোঃ আব্দুল আলিম স্যার কনভারসেশনে যুক্ত হন। আলাপচারিতায় বন্ধুত্বপূর্ণ বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়।

আলাপচারিতা ও মতবিনিময় শেষে ঘুরে ঘুরে বাংলাদেশের নৈসর্গিক দৃশ্য পর্যবেক্ষণ করেন রাশিয়ান প্রকৌশলীরা। তারা প্রফুল্লচিত্তে দেখছে বাংলাদেশকে। মিশেছেন শিশুদের সাথে, গেয়েছেন গান। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর