ডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের তাড়াশে ঘুষ নিয়ে চাকরি না দেওয়ায় গোন্তা আলিম মাদ্রাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মোছাঃ ফাতেমা খাতুন। তিনি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মোঃ আলতাফ হোসেনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ তাড়াশ সহকারী জজ আদালতের পেশকার মোঃ মুনতাসীর মামুন।তিনি জানান বাদীর মামলা আদালত আমলে নিয়েছেন এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন সিআইডি কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন মহামান্য আদালত।
মামলা সূত্রে জানা যায়,গোন্তা আলিম মাদরাসায় উপাধ্যক্ষ,অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী ও আয়াসহ মোট ৪টি পদের জন্য গেল বছর ২৭ জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি প্রকাশের পর যথানিয়মে আয়া পদে চাকুরির জন্য আবেদন করেন ফাতেমা। তৎকালীন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাছ-উজ-জামানের উপস্থিতিতে চাকরি দেওয়ার শর্তে মাদরাসার উন্নয়ন তহবিলের নামে তার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন।
এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা খাতুন জানান, নিয়োগ পরীক্ষার আগেই ২০২০ সালে অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছেন।তিনি টাকা নিয়েছেন এমন ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।
গোন্তা আলিম মাদরাসার অধ্যক্ষ টি আর মোঃ আব্দুল মান্নান টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,নিয়োগ বোর্ড ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে ওই ৪ টি পদের নিয়োগ সম্পন্ন করা হয়েছে।