রবিবার (১১ফেব্রুয়ারি)বেলা ১১টায় শ্রীমঙ্গল শহরস্থ কাথলিক মিশনের পুরাতন নটরডেম জুনিয়র হাই স্কুলের ফাদার ভিনসেন্ট ডেলেভী কনফারেন্স হলরুমে এ সম্মেলনেটি অনুষ্ঠিত হয়।
সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি সামুয়েল হাজং ও ম্যানেজার ডমিনিক সরকার রনি যৌথ সঞ্চালনায় এ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি।
সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ইটালি থেকে আগত যাজক ও গিয়াসনগর মাইনর সেমিনারী রেক্টর ফাদার ফ্রান্সিসকো।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সমবায় অফিসার আমিনুল ইসলাম, দি কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব্) মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা’র ম্যানেজার সাদেকুল ইসলাম,ট্রেজারার ফাদার রবার্ট নকরেক সিএসসি, ভাইস চেয়ারম্যান টমাস প:ডুয়েং, ডিরেক্টর এলিসন সুঙ, ডিরেক্টর ভিক্টর সুমের, ডিরেক্টর নেরিয়ুস বুয়াম, ডিরেক্টর রাজু কুজুর ক্রেডিট ইউনিয়নে উপ-কমিটি কর্মকর্তাগণ’সহ ও ছয় শত সদস্যবৃন্দ।
উপস্থিতি সদস্যদের কোরাম ঘোষণা মধ্যদিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এরপর ক্রেডিট ইউনিয়নে চেয়ারম্যান ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জাতীয় সংগীত চলা কালীন জাতীয় পতাকা ও সমবায় উত্তোলন মধ্যদিয়ে এই ১৩তম সাধারণ সভাটি শুভ উদ্বোধন করেন।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে এক মিনিট পরলোকগত সদস্য ও ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পাালন করা হয়।এবং সেন্ট যোসেফ কাথলিক মিশনের সহকারী পুরোহিত ও ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার ফাদার রবার্ট নকরেক সিএসসি,তিনি ক্রেডিট ইউনিয়নের সার্বিক মঙ্গল কামনা করে সৃষ্টিকর্তা কাছে বিশেষ প্রার্থনা করেন। এবং এরই মধ্যদিয়ে আরম্ভ হয় বার্ষিক হিসাব-নিকাশের প্রতিবেদন কার্যক্রম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন-সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ড. ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য দেন বিশেষ অতিথি শ্রীমঙ্গল উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, তিনি বলেন ক্রেডিট ইউনিয়ন হলো বিশ্বাসের সংগঠন,পরস্পরকে বিশ্বাস করে পুঁজি গঠন করতে হয় এবং মূল চালিকাশক্তি হলো সদস্যরা।
আজকের বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথি তিনি একজন ইটালিয়ান হয়েও সুন্দর ভাবে সহজ সরল বাংলা ভাষা’য় বক্তব্য বলেন ,সকল সদস্য নিয়ে একটি সমবায় আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়ে থাকে। সদস্যদের আর্থিক উন্নয়ন হলো ক্রেডিট ইউনিয়নে সাফল্যতা।
ক্রেডিট ইউনিয়নে বিনিয়োগ করলে একটি ব্যক্তি সহজে নিজ ভাগ্য পরিবর্তন করা সম্ভব,যা আমরা আজকে এ আর্থিক প্রতিষ্ঠানে দেখতে পেয়েছি ।এবং এ ক্রেডিট ইউনিয়নের আরও সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি হয়ে আরও বক্তব্য দেন , কালব্ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা এরিয়া ম্যানেজার সাদেকুল ইসলাম প্রমুখ।
অবশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে সেন্ট যোসেফ কো-অপারেতিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডেরপক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয় ও ভাইস চেয়ারম্যান টমাস পডুয়েং ধন্যবাদ বক্তব্য মধ্যদিয়ে শেষ হয় এবার্ষিক সাধারণ সভা।