মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ
“ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় বিকশিত হোক তারণ্য” এ প্রতিপাদ্যে লোটাস কলেজিয়েট স্কুল আয়োজিত তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে তিনদিন ব্যাপী এ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লোটাস কলেজিয়েট মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলালের সঞ্চালনায় অধ্যক্ষ মামুনুর রশীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যােতি বিকাশ চন্দ্র, সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ মোল্লা, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামসু মন্ডল, লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখসহ লোটাস কলেজিয়েট স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী প্রমুখ।
Post Views: 121