রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব” এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডোনার্স ডে উদযাপন করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ব্লাড ডোনার ক্লাবের ৭০০ সদস্যের প্রত্যেকের মাঝে টিশার্ট বিতরণ, দুপুর ২টার দিকে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গোয়ালন্দ প্রপার হাইস্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর জামতলা বাজার প্রদক্ষীন করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে উপজেলা কোর্ট চত্বর মাঠে এসে শেষ হয়।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সেলিম মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমূখ।
অনুষ্ঠান উপলক্ষে উপজেলা মাঠ চত্বরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী উপস্থিত থাকবেন।
Post Views: 198