সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

ভরসা গ্রুপ কর্তৃক শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ।

ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ / ১৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ বাংলাদেশের শীর্ষস্থানীয়  প্রক্রিয়াজাত, খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ভরসা গ্রুপের (ড্রিম নাইট) মশার কয়েল বিক্রেতাদের ও ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪জানুয়ারি) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি ডিগ্রী কলেজের হল রুমে পুরুষ্কার বিতরণ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ভরসা গ্রুপ থেকে ক্রেতা ডিলারশীপ প্রায় ১০০ পরিবেশক ও অতিথি যোগ দেন।
ভরসা গ্রুপের হেড অফ মার্কেটিং সাগর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ গাজিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহিম উদ্দিন ভরসা এন্ড কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আক্তারুল হক ভরসা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম আকন্দ,  চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ও সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দিন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ি ডিগ্রি কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন আকন্দ প্রমূখ।
অনুষ্ঠানে ভরসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুল হক ভরসা, রিজিওনাল সেল্স ম্যানেজার মাহবুবুর রহমান, টেরিটরি সেলস ম্যানেজার মেহের আলী, বিক্রয় কর্মীসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড্রীম নাইট কয়েল সর্বোচ্চ এক হাজার কার্টুন বিক্রয় করে সানন্দবাড়ী বাজার জাকির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো: নজরুল ইসলামকে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল  এবং কাঠারবিল বাজার গালিব স্টোরের মো: দুলাল এর হাতে ডিস্কভার ১০০ সিসি মোটরসাইকেল উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর