রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

রাণীশংকৈলে চার চোখ ও দুই মাথার ছাগল ছানার জন্ম।

মোঃ আনোয়ার হোসেন আকাশ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আনোয়ার হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি:
চার চোখ ও দুই মাথাযুক্ত একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায়। ঘটনাটি উপজেলার পৌর শহরের ভান্ডারা শান্তিপুর এলাকায়  ঘটনা ঘটে।
সোমবার (০১ ফ্রেরুয়ারী ) বিকালে ওই এলাকার বাসিন্দা সোহেলের বাড়িতে একটি ছাগল দুই ছানার জন্ম দেয়, তবে এরমধ্যে একটি অদ্ভুত আকৃতির।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আর ওই বাড়িতে ছাগলে বাচ্চাগুলো দেখতে দলে দলে ছুটে যাচ্ছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রোববার বিকালে সোহেলের বাড়িতে পালিত এক ছাগল এমন বিরল ছানার জন্ম দেয়। ছাগলটির দুইটি ছানারমধ্যে ১টি অদ্ভুত ও একটি স্বাভাবিক ছিল। একটি ছানার দুটি জোড়া লাগানো মাথা। দুটি মুখ ও চারটি চোখ রয়েছে। তা ছাড়া অন্যান্য শারীরিক গঠন ঠিক রয়েছে। এমন খবর শুনে এলাকার শত শত মানুষ বাড়িতে ছুটে আসছে।
 সেখানে কথা হয় স্থানীয় ফয়জুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘আগে খবরে দেখেছি চার পা, জোড়া মাথা ইত্যাদি ছাগল ছানা জন্মের। এবার নিজ এলাকায় এমন প্রকৃতির ছাগল ছানা দেখলাম।’
আরেক ব্যক্তি সাদ্দাম হোসেন বলেন, ‘বিষয়টি চাঞ্চল্যকর ছাগলের ছানার যদি দুটি মুখ হয়। তাহলে সে খাবে কোন মুখ দিয়ে।’
ছাগলের মালিক সোহেল রানা বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকেলে গর্ভবতী ছাগলটি বাচ্চা প্রসব করে। প্রথম বাচ্চা স্বাভাবিক হলেও পরের বাচ্চাটি অস্বাভাবিক প্রকৃতির হয়। এমন ছাগল ছানা হওয়ায় এলাকায় নানা আলোচনা চলছে।’
রাণীশংকৈল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চিকিৎসক সাইদুর রহমান বলেন,জিনগত ত্রুটির কারণে এমন বিচিত্র বাচ্চার জন্ম হয়ে থাকতে পারে। যখন অ্যাবনরমাল শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, তখন এ ধরনের বিচিত্র আকৃতির জন্ম হতে পারে। দুই মাথা ও চার চোখ যুক্ত ছাগলের বাচ্চাটি সুস্থ রাখতে ওই ছাগলের মালিককে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর