মিজানুর রহমান (লাভলু) কানাইঘাট প্রতিনিধি:কানাইঘাট উপজেলায় কর্মরত দপ্তর প্রধান,জনপ্রতিনিধিবৃন্দ ও সুধিজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনিবার্চিত সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সরকারি দপ্তরের সকল কর্মকতার্,উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন,পৌরসভার মেয়র,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণমাধ্যমকমর্মী ও সুধিজনদের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন বিগত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কানাইঘাট-জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারন, আলেম-উলামা দলমতের উর্ধ্বে উঠে তাকে বিপুল ভোটে নিবার্চিত করায় সর্বস্তরের জনসাধারনকে মোবারকবাদ,অভিনন্দন জানিয়ে বলেন দু টি উপজেলার নিবার্চনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করে একটি অবাধ ও সুষ্ঠু নিবার্চন উপহার দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী আরো বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়ে নিবার্চিত করেছেন নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে তাদের প্রতিদান আমি দিতে চাই। ইনসাফের উর্ধ্বে উঠে নানা দিক থেকে অবহেলিত ও বঞ্চিত কানাইঘাট-জকিগঞ্জের সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে যেখানে আগে কাজ করার প্রয়োজন তা করা হবে। এজন্য উন্নয়ন সহ সকল কাজে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী ও সুধীজনদের সবার্ত্মক ভাবে তাকে প্রতিটি কাজে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে এমপি হুছামুদ্দীন বলেন উন্নয়নের দিক থেকে কানাইঘাট-জকিগঞ্জ আর পিছিয়ে থাকবে না।
আজকের মতবিনিময় সভা থেকে যে সব দাবী দাওয়া ও সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন তাহা পর্যায় ক্রমে বাস্তবায়ন করা হবে। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন করার জন্য তিনি প্রশাসনিক কর্মকতার্ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের ভোটে এবং আল্লাহ রাব্বুল আল আমিনের রহমতে আমি এমপি নিবার্চিত হয়েছি কোন ধরনের দূর্নীতি ও অনিয়ম স্বেচ্ছাচারিতা,অপকর্মের সাথে আমি কখনো জড়িত থাকব না এবং আমার নাম ভাঙ্গিয়ে নিবার্চনী এলাকায় কেউ কোন ধরনের অপকর্ম করতে পারবে না। অপরাধ দমন এবং ন্যায় বিচার নিশ্চিত করার পাশাপাশি যাতে করে কোন নিরীহ ব্যক্তি থানা পুলিশের দ্বারা জুলুম ও অভিচারের স্বীকার না হন সবাই যাতে করে পুলিশি সেবা পান তাহা নিশ্চিত করার জন্য থানা পুলিশের প্রতি আহ্বান জানান।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারজানা নাসরিনের
সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান,সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমদ পলাশ,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমেদ,কানাইঘাট অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সুবুর।
অন্যানের মধ্যে আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন,সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমএ হান্নান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন,দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,সদর ইউপির চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী,আঞ্জুমানে আল ইসলাহথর কানাইঘাট শাখার সভাপতি হাফিজ ফারুক আহমদ,আল ইসলাহথর কেন্দ্রীয় নেতা মাওলানা রেজওয়ান আহমদ, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মারওয়ানুল করিম প্রমুখ। মতবিনিময় সভার শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,থানা পুলিশের পক্ষ থেকে নব নিবার্চিত এমপি মাওলানা হুছামুদ্দীন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে ভরন করে নেওয়া হয়।
নবনির্বাচিত সংসদসদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কর্মরত ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন হাসপাতালের বিরাজমান সমস্যা চিহ্নিত করে স্বাস্থ্য সেবার আরো উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান এবং দারুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে সায়িত আল্লামা মুশাহিদ (র.) বায়মপুরীর কবর জিয়ারত করেন এমপি হুছামুদ্দীন চৌধুরী।
Post Views: 182