রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার (এম.পি)।
প্রধান অতিথি’র বক্তব্যে হাবিবুন নাহার বলেন, বিজ্ঞানের আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি শিক্ষার্থীদের দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করে তুলতে হবে। আমাদের দেশের বিজ্ঞানীরাই ওর স্যালাইন আবিষ্কার করেছে যা-বিশ্ব স্বীকৃত। এছাড়া কৃষি ক্ষেত্রেও আমাদের দেশের বিজ্ঞানীরা বিশ্ব মানের প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দেশে নানা কারণে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে পড়তে নিরুৎসাহিত হচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে শহর এবং মফস্বল সকল পর্যায়ে অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় সম্পৃক্ত করা প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপধ্যক্ষ মো. নাহিদুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, শিক্ষার্থী সুমাইয়া খাতুন, জারিফ হাসান।
এসময় বেগম হাবিবুন নাহার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে মেলায় ভীড় জমায়। এছাড়া এলাকার বিজ্ঞান মনোস্ক ব্যক্তিরাও এ মেলা দেখতে আসে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. মোস্তফা কামাল পলাশ।
Post Views: 157