রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাণ্ডা বাতাসের দাপট আর বৃষ্টির মত কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল গ্রামীন ব্যাংক।
ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের আয়োজনে অসহায় দুস্থ ভিক্ষুক (সংগ্রামী সদস্য) শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।আর মাঘ মাসের কনকনে এই শীতে শীতবস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত অসহায় এই মানুষগুলো।
রবিবার (২১ জানুয়ারি) গ্রামীন ব্যাংকের বেগুনবাড়ী শাখার উদ্যোগে ৫০ জন অসহায় সংগ্রামী সদস্য ভিক্ষুকদের মাঝে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ঠাকুরগাঁও যোনের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, যোনাল অডিট অফিসার উত্তম কুমার বসু,শাখা ব্যাবস্থাপক সিদ্দিকুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার হারুন অর রশিদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।
অপরদিকে একই দিনে গ্রামীন ব্যাংকের আয়োজনে জেলার সালান্দর শাখার উদ্যোগে ৫০ জন অসহায় সংগ্রামী সদস্য ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক ঠাকুরগাঁও যোনের যোনাল ম্যানেজার নিতাই চন্দ্র ঘটক, যোনাল অডিট অফিসার উত্তম কুমার বসু,শাখা এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার হারুন অর রশীদ, শাখা ব্যবস্থাপক আঃ আজিজ প্রমুখ।
এদিকে কনকনে শীতে শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি শীতার্ত অসহায় মানুষেরা।
Post Views: 202