আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থা টি প্রতি বছর শীত বস্ত্র বিতরন করে থাকে।প্রতি বছরের ন্যায় এ বছর শতাধিক গরীব অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করছে।
মঙ্গলবার বিকালে উপজেলার দুওসুও ইউনিয়নের বেংরোল জিয়াবাড়ী গ্রামে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে এ সব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় মানুষ শীতে কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা আবু বেলাল ছিদ্দিক, দুওসুও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বেংরোল জিয়াবাড়ী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম হাসান আলী, সভানেত্রী গোলাপী আক্তার, সহ-সভানেত্রী রোজি আক্তার প্রমুখ।
Post Views: 197