উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাধ্যমিক পর্যায় উপজেলা ক্রীড়া সমিতির আয়োজনে ৩ দিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক।
ক্রীড়া অনুষ্ঠানে উপজেলার ৮ টি জোন পর্যায়ের বিজয়ী খেলোয়ারা উপজেলা পর্যায়ের খেলায় অংশ নেয়। খেলায় ছাত্র-ছাত্রীরা অ্যাথলেটিকস্ক, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল একক ও দ্বৈত, সাইক্লিং সহ বিভিন্ন দৌড় প্রতিযোগিতা অংশ নেয়।
ক্রীড়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, এইচটি ইমাম গালস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পুর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ দত্ত, খোর্দগজাইল দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জলিল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষক আলহাজ্ব মোঃ রমজান আলী, খোরশেদ আলম, নাইম হোসেন, বন্দনা রানী, ফরিদুল ইসলাম সহ আরও অনেকে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মোঃ শফি কামাল।