শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

সাতছড়ি জাতীয় উদ‍্যান বন অধিদপ্তরের অভিযানে ১২টি বন্যপাখি অবমুক্ত।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ২৭২ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃবন অধিদপ্তরের অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ১২টি বন্যপাখি উদ্ধার করা হয়েছে। বন্যপাখি উদ্ধারের এ অভিযান চালিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
উদ্ধারকৃত পাখিগুলো শনিবার বিকালে ৪ টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী (ইউএনও) নীলিমা রায়হান এর সামনে সাতছড়ি জাতীয় উদ্যান ১২টি বন‍্যপাখি অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল, তেলমাছড়া বিট কার্যালয়, সাতছড়ির রেঞ্জ কার্যালয়, মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের অংশগ্রহণে বন্যপাখি উদ্ধারের এ অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধার অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করেছে পাখি প্রেমিক সোসাইটি।
জানা যায়, মাধবপুর উপজেলার পৌর এলাকা, আদাঐর ইউপির মিরাশানি ও সোনাই ইটভাটা এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি, শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়। এ সময় ২টি তিলা ঘুঘু, ৪টি শালিক, ৩টি দেশি টিয়া, ১টি চন্দনা টিয়া, ১টি ডাহুক, ১টি দেশি ময়না পাখি উদ্ধারসহ পাখি শিকারের অসংখ্য ফাঁদ ও খাঁচা জব্দ করা হয়।
অভিযানের পর স্থানীয় মনতলা বাজারের বন্যপ্রাণী বন্যপাখি ব্যবসায়ী মালু (৫০) মিয়ার বিরুদ্ধে বন বিভাগের মামলা দায়ের প্রক্রিয়াও চলছে বলে জানা যায়।
এ অভিযানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ, ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক মাসুদ লস্কর, পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, ছাত্রলীগ নেতা শেখ মো.শাহিন উদ্দিন,সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মো. ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ।
এ ব্যাপারে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে। ডিএফও মহোদয়ের নির্দেশনায় পরিচালিত অভিযানের দোষীদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর