শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ত্যাগের অপরাধে শিক্ষকদের শোকজ।

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ত্যাগের অপরাধে শিক্ষকদের শোকজ / ২১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।প্রত্যন্ত অঞ্চলের স্কুলের প্রতি কর্মকর্তাদের নজর একটু কম থাকার কারনে কর্মরত শিক্ষকরা শাস্তিযোগ্য করেও পার পেয়ে যাচ্ছে এমনটাই স্থানীয়দের অভিমত। তারা জানান নিদিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দিয়ে বাড়ী চলে যাওয়ার ঘটনা আজকেই প্রথম এমনটা নয়। এমন ধরনের অপরাধ অহরহ করেন এই স্কুলে কর্মরত শিক্ষকরা।

স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু জাফরসহ বিশিষ্ট জনদের অভিযোগ স্কুলটিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন কর্মরত থাকলেও সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছামত স্কুলে আগমন ও প্রস্থান করেন।কিন্তু শিক্ষক হাজিরা খাতায় আগমন ৯ টা প্রস্থান ৪.১৫ টায় লিখে কর্মকর্তাদের চোখে ধূলো দিচ্ছে। এমন অপরাধের শাস্তির দাবী করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর ২ টার সময় গণমাধ্যমকর্মীরা স্কুল পরিদর্শনে গেলে দেখা যায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের দরজা জানালা বন্ধ করে বাড়ীতে যাচ্ছেন। ওই দিন জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।

এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি জানান ৭ জানুয়ারি রবিবার সবাই ভোটের দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পরেছে।আমি নিজেও অসুস্থ্য হয়ে পড়েছি।তাছাড়া উপস্থিত শিক্ষার্থী না থাকায় স্কুল বন্ধ করে বাড়ী যাচ্ছি।

এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিদৃষ্ট সময়ের আগে স্কুল ত্যাগ করার অপরাধে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক আছিয়া খাতুন,শাজুপ্তা তাসনীন ও কুলসুম খাতুনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন শিক্ষাকর্মকর্তা।

উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন জানান বিষয়টি জানার পর ৯ জানুয়ারি মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকদের স্কুল ত্যাগের কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর