আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সুষ্ঠু ও সুন্দর ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে বলে জানিয়েছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি সোমবার (৮ জানুয়ারি) উপজেলা নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় কালে এসব কথা বলেন।
এসময় সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা যথাসাধ্য নিজ নিজ দায়িত্ব পালন করেছি। নির্বাচন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর হয় সে দিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। সাধারণ মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে তাদের ভোট প্রদান করেছে। সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারায় আমি সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল জনসাধারণকে ধন্যবাদ জানাই’।
উল্লেখ্য, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৪,৪২,৪২৬ জন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী কাস্ট (প্রদত্ত) হয়েছে ১,৬২,০০৫ ভোট। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ আ.লীগ নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।
অন্যদিকে, ‘বিএনএম – নোঙর’ প্রতীকের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট, আব্দুল করিম ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি – একতারা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৪ ভোট, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ‘স্বতন্ত্র – ট্রাক গাড়ি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৫৫৬ ভোট, মো. আনোয়ার হোসেন ‘বাংলাদেশ তরিকত ফেডারেশন – ফুলের মালা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮৯ ভোট, মো. আবুল কাশেম ‘জাতীয় পার্টি – লাঙল’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৬২৫ ভোট, সৈয়দ মাহমুদুল ইলাহ ‘স্বতন্ত্র – বাঁশি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৮০ ভোট।
Post Views: 111