নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে ৩০ শতক জমির মরিচ ক্ষেতের ধরন্ত মরিচ গাছ উপড়ে দিয়েছে মর্মে ওই কৃষকের লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।সোমবার ভোররাতে খড়কী গ্রামের ফুরুকের জমিতে এমন ক্ষতির ঘটনা ঘটেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের ফুরুক মিয়ার ৩০ শতাংশ মরিচ ক্ষেত চারা উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
কৃষক ফুরুক মিয়া জানান, সোমবার সকালে আমার পাশের জমির এক কৃষক মোবাইল করে জানায় আমার মরিচ ক্ষেতের গাছ গুলা কাটা অবস্থা দেখে। তারপর আমি দৌড়িয়ে গিয়ে দেখি ক্ষেতে অধিকাংশ মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে এই মরিচ ক্ষেত উপড়ে ফেলার ফলে প্রায় লাখ টাকা ক্ষতি হতে পারে বলে জানিয়েছে, তিনি আরও জানান, কয়েক মাস আগে আমার ঘর থেকে ৩ টা গরু চুরি হয় পরে মাধবপুর থানায় মামলা দায়ের করলে আমার গ্রাম থেকে বিল্লাল মিয়া,আল আমিন মিয়া,আমিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে জেল কারাগারে পাঠায়। পরে আসামিরা জেল থেকে বের হয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং আমি মনে করি আমার ঘর থেকে যে লোকগুলো গরু চুরির সাথে জড়িত এই লোকগুলো আমার মরিচ ক্ষেত কেটে দিতে পারে বলে অভিযোগ ফুরুক মিয়ার।জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, আমরা কৃষি অফিসে থেকে খোঁজ খবর নিয়ে কৃষকের মরিচ ক্ষেতের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জেনে ওই কৃষককে সর্বোচ্চ সহযোগী করার চেষ্টা করবে বলে জানিয়েছেন।
Post Views: 192