দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন- জাতীয় পার্টির প্রার্থী এস এম আবু সায়েম। উপজেলা নির্বাচন অফিস রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ নৌকা প্রতীকে পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা হতে ১লাখ ২৪ হাজার ৩৮৪ ভোট এবং বকশিগঞ্জ উপজেলা হতে ১লাখ ৩ হাজার ৮৬৩ ভোট।মোট ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।আব্দুল্লাহ আল মামুন বাবু গামছা প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৫৯ ভোট।গোলাম মোস্তফা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ১ হাজার ১১৭ ভোট, এবং নষ্ট হয়েছে ২ হাজার ৯৬৮ ভোট।এ আসনে মোট ভোট কাষ্ট হয়েছে ২ লাখ ৪১ হাজার ২০০।
বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে।
জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে,দেওয়ানগঞ্জ উপজেলায় ৭৪ টি এবং বকশিগঞ্জ উপজেলায় ৫৩ টি মোট ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ১ হাজার ৪৯৯ ভোট।
পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৭৪ ও মহিলা ভোটার ২ লাখ ১ হাজার ৯২৪।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
Post Views: 159