ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ১ (দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ) আসনে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং ১নং ডাংধরা, ২নং চরআমখাওয়া, ৩নং পাররামরামপুর, ৪নং হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের সকল সহযোগী সংগঠন সহ নেতৃবৃন্দদের নিয়ে সানন্দবাড়ী কলেজ মাঠে এমপি প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নূর মোহাম্মদ ভাবুক, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।
বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলুর সঞ্চালনায়
সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ। নির্বাচনী সভায় বক্তব্য রাখেনে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন, দেওয়ানগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী অপু, অধ্যাপক সাকোয়াত হোসেন, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল হক মান্না, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর আর্মী, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক, নির্বাচনী জন সভায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগন অংশগ্রহণ করেন।
সভায় আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সহ মানুষকে শেখ হাসিনার বার্তা পৌছে দেওয়ার অনুরোধ জানান।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি নির্বাচন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
Post Views: 436