রবিউল ইসলাম,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়ন’ চর হনুমন্তনগর ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী আনুমান -০৪.১৫ মিনিটের দিকে র্যাব-৫ অপারেশন পরিচালনা করে হেরোইন-০৫ কেজি ২০০ গ্রাম,হেরোইন মোবাইল-০১টি, সীম-০১ টি, ও নগদ-১,১০,০০০/- টাকা উদ্ধার করেন এবং ১। মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব (৪৪), পিতা-গিয়াস উদ্দিন, ২। মোঃ জীবন আলী (১৭), পিতা-মোঃ কাজিম উদ্দিন তৈয়ব, উভয় সাং-চরহনুমন্তনগর, ইউপি-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে আটক করেছে।
র্যাব-৫ সূত্রে জানা যায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, মোঃ কাজিম উদ্দিন @ তৈয়ব এবং তার ছেলে মোঃ জীবন আলী সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িত। আটককৃত কাজিম উদ্দিন @ তৈয়ব এর মাদকের চালান সংগ্রহ করার বাইরেও মাদক সংক্রান্ত সকল ধরণের হিসাব-নিকাশ অর্থাৎ একাউন্টেন্ট এর কাজ করত তার ছেলে মোঃ জীবন আলী। এই চক্রটির সদস্যরা এলাকায় বিভিন্ন পেশার ছদ্মবেশের আড়ালে সীমান্তের ওপার হতে
বিপুর পরিমাণ হেরোইন চোরাচালান করে থাকে।