নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দেদারছে বিক্রি করছে বিএনপি’র এক প্রভাবশালী নেতা। দীর্ঘদিন যাবত প্রকাশ্যে বালু উত্তোলন করে বিক্রি করলেও স্থানীয় প্রশাসন রয়েছে নিরব। প্রশাসন থেকে বলা হচেছ তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। দীর্ঘদিন যাবত প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করলে প্রশাসন কেন এতদিন অভিযান করেনি তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাস স্ট্যান্ড থেকে খড়কি যাবার পথে নারায়নপুর নামক স্থানে একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে উপজেলা বিএনপির এক প্রভাশালী নেতা আদম খা। প্রতিদিন সেখান থেকে ২০/৩০ গাড়ি বালু বিক্রি হয়।
সরজমিন গিয়ে দেখা গেছে, পুকুরে ড্রেজার মেশিননটি চালু রয়েছে। উপরে একটি স্থানে বালু এসে ভরাট হচ্ছে। সেখান থেকে কয়েকজন ট্টাকে বালু লোড করছে। শ্রমিকরা জানায়, প্রতি ট্টাক বালু ১ হাজার টাকা দিয়ে তারা কিনেছে। কোন রয়েলটি ( সরকারি রাজস্ব) দিতে হয় কিনা জানতে চাইলে তারা জানায় এখান থেকে বালু নিলে কোন রয়েল টি লাগে না।
এই ব্যাপারে পুকুরের আদম খা জানান, তিনি মৌখিক ভাবে অনুমতি নিয়েছেন বালু উত্তোলন করার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাহাত বীন কুতুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানা ছিল না। শিঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
Post Views: 161