নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। এই দেশের সব মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, সেটি আজকের এই দিন-১৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে সৃষ্টি হয় বাংলাদেশ রাষ্ট্রের। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির আত্মগৌরবের দিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ও জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর তত্ত্বাবধানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ইং, সকালে শহরের চৌমহনা থেকে বিজয় র্যালি শুরু করে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধোদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বাদশা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন বকস, পৌর বিএনপি’র আহ্ববাক মোঃ মুজিবুর রহমান মজনু, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ হক, পৌর বিএনপির যুগ্ম আহ্ববায়ক ও কাউন্সিলর মোঃ আনিছুজ্জামান বায়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ শহিদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক মোঃ আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্ববায়ক মোঃ আব্দুল মুমিন, জেলা কৃষক দলের সদস্য মোঃ জামাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্ববায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য মোঃ জাকির আহমেদ সাফিন, সদস্য শেখ আবেদ আলী, সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ আফিয়ান আহমেদ শিপু, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের শেখ মহসিন মিয়া, মোঃ সাহেদ আলী, ছাত্রদলে মোঃ সাব্বির আহমেদ, মোঃ মমসাদ মিয়া-সহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ছাত্রদল-সহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
Post Views: 142