জালাল উদ্দিন,নিজস্ব প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ইং, সকাল ১০টা ১৫ মিনিটের সময় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় কমিটি ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী, বিভিন্ন খেলাধুলা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোকসজ্জা।
এ সময় মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন্দ্র দাস এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ শামসুদ্দিন ইলিয়াস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু তালেব বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আজম আলী, অভিভাবক সদস্য মোঃ আব্দুল তোয়াহিদ আকাশ, অভিভাবক সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক ( রাজিব), অভিভাবক সদস্য (মহিলা) ইতি সরকার, শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ তোফায়েল আহমেদ, সিনিয়র শিক্ষক কনিজ ফাতেমা শাহ জেবীন, সিনিয়র শিক্ষক মোঃ জায়নুল আবিদীন, সিনিয়র শিক্ষক আসমা বেগম, সিনিয়র শিক্ষক বিভাস রঞ্জন দাস, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আল-আমীন, সিনিয়র শিক্ষক সুরেন্দ্রচন্দ্র দেবনাথ, সিনিয়র শিক্ষক কামাল হোসেন, সহকারী শিক্ষক মনিকা রাণী দেব, সহকারী শিক্ষক হিরন্ময় দেব, সহকারী শিক্ষক, মোহাম্মদ নুরুজ্জামান, সহকারী শিক্ষক সোমা বেগম, খণ্ডকালীন শিক্ষক সুপ্তা বৈদ্য, খণ্ডকালীন শিক্ষক মোঃ অহি উদ্দিন পারভেজ, ট্রেড ইন্সট্রাক্টর অমিত বসু, ট্রেড এসিস্ট্যান্ড ইমন্ত রায়, অফিস সহকারী মোঃ শহীদুল্লাহ-সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Post Views: 105