হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার পৃথক পৃথক ৬টি কবরস্থানে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর আলম সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুর রহিমসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন ও গন্যমান্য ব্যক্তির্বগ প্রমুখ। দিবসটি উপলক্ষে মসজিদ মন্দির ও অন্যান্য উপসানালয়ে বিশেষ মোনাজাত এবং প্রার্থনা করা হয়।
১৯৭১ সালে এই দিনে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের নির্মম নৃশংস ভাবে হত্যা করে পাকিস্থানী হানাদার বাহীনি। এই হত্যাকান্ডের দুদিন পর ১৬ ডিসেম্বর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে একটি জঘন্যতম বর্বরোচিত ঘটনা।