শিরোনাম
মাধবপুরে শিয়ালের আক্রমণে ক্ষতবিক্ষত কৃষক প্রাণেশের ঠোঁট। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত নেতা মুহাম্মদ নুরুজ্জামান লিটন। মাধবপুরে ঈদের দিন স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী নাজমুল গ্রেপ্তার। উল্লাপাড়ায় ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-১১। দারুল ক্বিরাআত প্রতিযোগিতায় গুলবাগ বাইতুর রহমত জামে মসজিদে প্রথম পুরস্কার পেল শিশু হালিমা। বিএনপি নেতা লোকমানসহ ৫০ জনের নামে চাঁদাবাজি মামলা,গ্রেফতার-৪১। পবিত্র মাহে রমজান উপলক্ষে ডিমলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল। রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন নিজাম খাঁনের বাবা-মার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল। মাধবপুরে ওয়াচ টাওয়ার পরিদর্শনে জেলা  পুলিশ সুপার।
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে ৩ জন গুরুতর আহত।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। পাহাড়ি শুকরের আক্রমণে মৌলভীবাজারের জুড়ীতে তিনজন রক্তাক্ত আহত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, সন্ধ্যায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে আশংকা জনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলী শুকর বস্তি এলাকায় নেমে আসে। ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।
শুকরের কামড়ে ও আছড়ে মোঃ বাকই মিয়া (৭০), মোঃ ইসহাক আলী (৬০), ও মোঃ পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হয়েছে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মোঃ বাকই মিয়া ও মোঃ ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। এবং গুরুতর আহতাবস্থায় মোঃ পারভেজ মিয়াকে সিলেট প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান,পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আছড় দিয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে তারা জানান।
এ আক্রমণের ঘটনায় স্থানীয় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে এলাকার লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জংলী শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এতে জনমনে স্বস্তি নেমে আসে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর