রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

মৌলভীবাজারের ৭ থানার ওসি রদবদল।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

জালাল উদ্দিন নিজেস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার সপ্তাহ আগে সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ সদর দপ্তরের তৈরি করা প্রস্তাবের ওপর এ অনুমোদন দেওয়া হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ইং, এ অনুমোদন দেওয়া হয়েছে। এই ৩৩৮ জনের মধ্যে মৌলভীবাজার জেলার ৭ থানার ওসি বদলি করা হয়েছে।
মৌলভীবাজার জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানা যায়, মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় বদলি করে মৌলভীবাজার সদর থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে।
বড়লেখা থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় বদলি করে বড়লেখা থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপি’র মোগলাবাজার থানায় বদলি করে জুড়ী থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে।
কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেককে রাজনগর থানায় বদলি করে কুলাউড়া থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায় বদলি করে রাজনগর নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেককে।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায় বদলি করে শ্রীমঙ্গল থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায় বদলি করে কমলগঞ্জ নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপির জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর