নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি এবং উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় ফারুক পাঠানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর আম্রকাননে অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।
আমাদের মাধবপুরের তেলিয়াপাড়ার গুরুত্ব কোনো অংশে কম নয় এখানেই ৩ টি সেক্টরে বিভক্ত হয়েছিল। এবং বুলেট মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাথা উঁচু করা বুলেটের কারনেই আমরা বিগত নির্বাচন গুলোতে জাতীয় জীবনে সমস্ত সংকট গুলোতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই ঐক্যবদ্ধ অবস্থানের কাছে বারবার আমাদের বিপক্ষ শক্তি পরাজিত হয়েছে।
তারা আমাদের ঐক্যবদ্ধ অবস্থানের কাছে মাথা উঁচু করে দাড়াতে পারেনাই। আমার বিশ্বাস আগামী দিনও তারা মাথা উঁচু করে দাড়াতে পারবেনা। তিনি আরও বলেন নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে নেতা কর্মীদের আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগের সভাপতি মো: আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান প্রমূখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সেক্রেটারিগণ ছিলেন।
Post Views: 168