হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলায় ঔরষজাত ছেলের কোদালের কোপে সত্তুর বছর বয়সী বৃদ্ধ পিতা আব্দুল আজিজ হত্যাকান্ডের ঘটনায় ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশের সদস্যরা।
গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে নীলফামারী জেলার জলঢাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় নুর ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নুর ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখূলী মিলনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় গণমাধ্যমকর্মীদের বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বৃদ্ধ পিতাকে হত্যার প্রধান আসামী ছেলে নুর ইসলামকে জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আব্দুল আজিজ তার ভোগদখলীয় জমি ঔরষজাত মেয়েদের নামে দলিল করে লিখে দেন। সেই জেড়ধরে ছেলে নুর ইসলাম তার বৃদ্ধ পিতাকে অমানবিক নির্যাতন করে আসছিল। নিহত আব্দুল আজিজ জমিতে ভুট্টার বীজ রোপন করতে গেলে পারিবারিক জমি জায়গার জেড়ধরেই নুর ইসলামের সাথে মারামারির ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে।
এ সময় নুর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে স্বজরে তার বৃদ্ধ পিতা আব্দুল আজিজের মাথায় চোট দেয়। সেই চোটে আব্দুল আজিজ রক্তাক্ত গুরুতর হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ পিতার মৃত্যু হয় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।