নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। সপ্তম ধাপের বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে অবরোধের সমর্থনে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।
রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৭ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে এ বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা শহরের চাঁদনীঘাট এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর পর্যন্ত, পরে ইসলামপুর থেকে শুরু হয়ে শমশেরনগর রোড মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা কৃষক দলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সরকারের পতনসহ দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ সময় মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনাহিম কবির এর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যন্ত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মিথ্যা মামলা ও আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ।
এ দিকে রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৯ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নির্দেশে জুড়ী উপজেলা ছাত্র দলের আয়োজনে জুড়ী শহরের ছাত্র দলের বিক্ষোভ মিছিল বের করা হয়।
জুড়ী উপজেলা ছাত্র দলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।
Post Views: 118