হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ নভেম্বর বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয় থেকে সারাদেশের ন্যায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় নীলফামারীর-১ (ডোমার- ডিমলা) আসনের আ’লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার। দুই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের এমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেওয়ার কোল জুড়ে জন্মগ্রহন করেন ।
আফতাব উদ্দিনের পিতা ইমাজ উদ্দিন সরকার ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্থানে চলে আসেন। ১৯৭১ সালে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভুমিকায় অংশগ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৮৭ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে বিজয়ী লাভ করে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে নীলফামারী-১(ডোমার ডিমলা) আসনে মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রিয় নেতাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।