নিজস্ব প্রতিবেদক,মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ধান ক্ষেত থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ইং, সকালে শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামে জ্যোতিষ বৈদ্য নামের এক ব্যক্তির ধান ক্ষেতে ধান কাটতে গিয়ে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পায় কৃষকরা।
পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে অক্ষত অবস্থায় ধান ক্ষেত থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, উদ্ধারকৃত আজগর সাপটি প্রায় ১০ ফুট লম্বা ও ১৩ কেজি ওজনের। সাপটিকে বন বিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে বন বিভাগ লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করবে বলে জানা যায়।
Post Views: 142