শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবে-চুরি।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে গত ১২ নভেম্বর গভীর রাতে ১৩ টি ল্যাপটপ ও ল্যাপটপ চার্জার,১৩ টি মাউচ ১ টি স্ট্যান,১২ টি কি-বোর্ড ১টি স্ট্যানসহ ক্যামেরা,১ টি প্রিন্টার,১ টি হ্যাপ এ্যান্ড সুইজসহ বেশ কিছু ইলেকট্রনিকস সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। ঘটনার পরের দিন এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিনুল হক সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগের প্রেক্ষিতে পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন।

পুলিশের জোর তৎপরতার কারনে চোরেরা চুরি করে নিয়ে যাওয়া মালামাল ঘটনার ১০ দিন পর অর্থাৎ ২২ নভেম্বর রাতের অন্ধকারে স্কুল চত্বরে গোপনে রেখে যায়।

এ বিষয়ে প্রধান শিক্ষক জানান ১২ নভেম্বর সকালে স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের দরজা ভাঙ্গা দেখতে পাই এবং ল্যাবে থাকা সকল সামগ্রী চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি পর চুরি হওয়া সামগ্রী না পেয়ে সলঙ্গা থানায় অভিযোগ করি। পুলিশ চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য তদন্ত শুরু করেন।পরে চোরেরা মালামালগুলো রাতের অন্ধকারে গোপনে স্কুলের আঙ্গিনায় রেখে যায়। স্কুল কর্তৃপক্ষ চোরদের খুঁজে সনাক্ত করার পর আইনের কাছে সোপর্দ করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লাপাড়া উপজেলা শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শক ও সহকারী প্রোগ্রামার মোঃ রাহেন বাদশা জানান, চুরি যাওয়া মালামাল চোরেরা স্কুলে ফিরিয়ে দিয়ে গেছে এ ঘটনা সত্যিই বিরল। তবে এই চোররা কারা তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনামুল হক জানান পুলিশের তৎপরতার কারনেই হয়তো স্কুলের চুরি হওয়া মালামাল চোরেরা হজম করতে না পেরে রাতের অন্ধকারে গোপনে ফিরিয়ে দিয়ে গেছে।স্কুল কর্তৃপক্ষ মামলা দিলে চোরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর