নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ (পাঁচশত দশ) লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম ১৮ নভেম্বর ২০২৩ইং, দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
Post Views: 173