নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তঃসত্ত্বা মায়েদের জন্য নিরাপদ চিকিৎসা সেবার আধার হয়ে উঠেছে।
আগে এখানকার একজন অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে পরিবারের লোকজনকে ব্যাপক শঙ্কায় থাকতে হতো। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় অধিকাংশ পরিবারকে নির্ভর করতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার ওপর। সেক্ষেত্রে সাধারণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছেন এখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা।
গত ৪ মাস ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে অন্তঃসত্ত্বা মায়ের সন্তান প্রসব করানো হচ্ছে। যেখানে একটিও দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি, যার কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার পার্শ্ববর্তী নাসিরনগর ও বিজয়নগরের মায়েরাও আসছেন সেবা নিতে। স্বল্প আয়ের মানুষেরা সরকারি খরচে নিরাপদে সন্তান প্রসব করাতে পারায় তারা অনেক খুশি। উপজেলার ভবানীপুর গ্রামের জলি ভট্টাচার্য নামে প্রসূতি মা জানান, সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসতেই উৎকণ্ঠায় ছিলেন নিরাপদ প্রসবের ব্যাপারে। মাধবপুর সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা মায়ের সেবার কথা শুনে হাসপাতালে গেলে ডাক্তার ও নার্সদের সেবায় সে উৎকণ্ঠা কেটে যায়। পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে সব কিছুতেই ছিল যত্ন। অবশেষে সন্তান প্রসব হয়েছে নিরাপদে।
মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পিংকি আক্তার নামে এক প্রসূতি মা জানান, মাধবপুর সরকারি হাসপাতাল অন্তঃসত্ত্বা মায়েদের জন্য নিরাপদ ঠিকানা। অনেক অসহায় গরিব অন্তঃসত্ত্বা মা অর্থের অভাবে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসবকালীন নানা জটিলতায় পড়েন। মাধবপুর সরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসব ও সিজারের সব ব্যবস্থাই আছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, গত জুলাই মাস থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা মায়েদের সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। গত ৪ মাস হাসপাতালে নিরাপদে ১১ জন অন্তঃসত্ত্বা মা নিরাপদে সন্তান প্রসব করেছেন।
Post Views: 154