ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ” প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের উপহার, প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ” এর কাজ সম্পন্ন হওয়ায়, মঙ্গলবার ১৪ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। কবি আলহাজ্ব আজিজুর রহমান এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন লেখক গবেষক ও সাহিত্যিক এমএ বারী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম।
মুল্যবান বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মো: মমিনুল ইসলাম, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন রাশেদ আকন্দ, এডমিন প্যানেলের ফরিদুল ইসলাম ফরিদ, মেহেদী মিরাজ প্রমুখ।
জানা যায়, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ এর উদ্যোগে ও এসএসসি ব্যাচ ২০১০ শাহিদার বন্ধু মহল এর সহযোগিতায় এবং সুধী মহলের বিশেষ সহায়তায় শারিরীক প্রতিবন্ধী শাহিদাকে এটাস্ট বাথরুম সহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের সকল কাজ সম্পন্ন শেষে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এডমিন রাশেদ আকন্দ বলেন- আমরা প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন প্রকার মানবিক কর্ম করে আসছি এবং সানন্দবাড়ীকে থানা করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আসছি, আমরা সুধী মহল সহ সকলের সুদৃষ্টি কামনা করছি।
চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন- সানন্দবাড়ীকে আধুনিক সানন্দবাড়ী গড়তে সানন্দবাড়ীর নদী ভাঙ্গন রোধে সরকারি ভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন- প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ সহ সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে তাদের সকল মানবিক কাজের প্রতি সমর্থন করছি।
সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম বলেন- প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের মাধ্যমে সানন্দবাড়ীতে থানার লক্ষ্যে লেখালেখি করে যে দাবী করছে সেটা একদম যুক্তি সংগত দাবী। আমি মনে করি সানন্দবাড়ীকে অতিশীঘ্রই থানা ঘোষণা করার প্রয়োজন। সানন্দবাড়ীকে থানা ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
এমএ বারী আকন্দ বলেন- প্রিয় সানন্দবাড়ী কেউ মুখে উচ্চারণ করলে, সে আর নিজের থাকেনা, সে নিজেই প্রিয় সানন্দবাড়ী হয়ে যায়।
আমি প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের সকল উদ্যোগ ও উদ্দেশ্যের বাস্তবায়ন এবং সফলতা কামনা করছি।
Post Views: 959