শিরোনাম
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র হাতে দুই বাংলাদেশী যুবকক আটক। গার্ডকে মারতে এসে আইনজীবীকে নির্মমভাবে হত্যা, ৫ জন গ্রেফতার। বৃষ্টিতে ‘বিদ্যুৎবিভ্রাট’রাণীশংকৈলে মোমবাতির আলোতে এসএসসি পরীক্ষা। ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্নীতির অভিযোগে বদলি। মাধবপুরে এসএসসি সমমান পরীক্ষার প্রথম দিনে ৩৫ জন অনুপস্থিত। কালিয়াকৈরে আগুনে পুড়ে গেল ৩ টি ঝুটের গোডাউন। গাঁজায় ইসরাইলি হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রায়পুরায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। ইনডাকশান প্রশিক্ষণ ডিজি এ্যাওয়ার্ড পেলেন নাজমুল হক। পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার জনসচেতনতামূলক ক্যাম্পেইন।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

ডিমলায় ট্রাক ভর্তি ডলোমাইট সার উদ্ধার।

হাবিবুল,ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ / ২২৫ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর তিতপাড়া আলম ব্রীজ স্কেল হইতে ট্রাক ভর্তি ডলোমাইট পাউডার পরিবহনের সময় গত ০৭ নভেম্বর গভীর রাতে সন্দেহতীত ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপসহকারী কৃষি অফিসার আব্দুল খালেক ও স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত ডলোমাইট সার জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে আসে। জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী।

কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,কে,এম আমিনুল ইসলাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুর এর একটি প্রতিনিধি দল গত ০৯ অক্টোবর টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিনের গুদামের ৩১০ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করে জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুরে প্রেরণ করে। প্রেরীত সার নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল সরকারী বিনির্দেশ (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.০০%, মোট ম্যাগনেসিয়াম(Mg) নূন্যতম ২০.০০% থাকার কথা সেখানে ল্যাব-১৯৯০ এ জব্দকৃত ডলোমাইট পাউডার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.৫০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ১.০৫% থাকায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল।

ভেজালকৃত ডলোমাইট সার গত ০২ নভেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী বলেন,সরকারী নীতিমালা ভঙ্গ করে এধরেনর ডলোমাইট সার পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয় । ডলোমাইড পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে । নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল বিশ্লেষন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এধনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর