নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০২৩ পালিত হয়েছে।
শনিবার (৪-নভেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার এসআই শামস্ ই তাব্রীজ এর সঞ্চালনায়,ওসি রকিবুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন।
পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,আন্দিউড়া ইউনিয়ন আ. লীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শংকর পাল সুমন, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু,পৌর আহবায়ক একরামুল আলম লেবু, প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Post Views: 162