দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে প্রতিবন্ধী শাহিদাকে প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১০ ইং সালের সহযোগিতায় এবং এলাকার সুধী মহলের বিশেষ সহায়তায় প্রতিবন্ধী শাহিদাকে এটাস্ট বাথরুম সহ ঘর নির্মাণ করে দেওয়া হয়।
প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল সুত্রে জানা যায়, প্রতিবন্ধী শাহিদাকে দেওয়া ঘরের কাজ সম্পন্ন হয়েছে চলতি নভেম্বর মাসেই ঘরের চাবি হস্তান্তর করা হবে।
ঘর প্রাপ্তিতে খুশি প্রতিবন্ধী শাহিদা সহ তার পরিবার, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সহ সুধী মহল।
প্রতিবন্ধী শাহিদাকে এমন ঘর করে দেওয়ায় প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, কবি আলহাজ্ব আজিজুর রহমান, মমিনুল ইসলাম, ইমাম হাসান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার। এছাড়াও বক্তব্য রাখেন প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের মেহেদী মিরাজ, ফরিদুল ইসলাম ফরিদ, মনিরুল আকন্দ প্রমুখ।
প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ রাশেদ আকন্দ জানান- প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ একটি স্বেচ্ছাসেবী মানবিক গ্রুপ, মানবতার সেবায় নিয়োজিত এই গ্রুপের সকল সদস্য বৃন্দ। সকল মানবিক কাজে অংশ নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এই অনলাইন প্লাটফর্ম টি।
ঘর পেয়ে শারীরিক প্রতিবন্ধী শাহিদা যেমন খুশিতে আবেগ আপ্লূত হয়েছেন তার চেয়ে বেশি রয়েছে না পাওয়ার কষ্ট।
তিনি ডিগ্রী পাস করেও চাকরি না পেয়ে বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।তাই তিনি ভিক্ষা নয় চাকুরী চান সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে।
Post Views: 276