আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে (১৯ অক্টোবর) নারগুন ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরেই এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঐ ইউনিয়ন পরিষদের আওতায় প্রায় সাড়ে ৪ হাজার বিভিন্ন ভাতাগ্রহণকারী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
অরুনাংশু দত্ত টিটো বলেন, আপনারা যারা আজকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা গ্রহণ করছেন এটি দিচ্ছে আওয়ামী লীগ সরকার। অতএব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এসব ভাতা বন্ধ হয়ে যেতে পারে। শুধু ভাতা নয় দেশে যে উন্নয়নযজ্ঞ চলছে এগুলোও বন্ধ হয়ে যেতে পারে। তাই দেশের স্বার্থে সকলকে দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে থাকার আহ্বান জানাই।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইব, এজন্য সকলের কাছে দোয়া চাই ও সকলের সমর্থণ চাই। আমি আপনাদের পাশে যেভাবে আছি, আমাকে এভাবেই সবসময় পাশে পাবেন।
নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরেকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায় সহ ইউনিয়ন পরিষদের সদস্য , ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের আওতাধীন উপকারভোগী বেশ কয়েকজন।
Post Views: 177