রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার ১৪ অক্টোবর বিকেল ৫ টার সময় হাবাসপুর গ্রামের মোঃ তাহাসান আলীর বসত বাড়ীর সামনে রঘুর মোড়, বেলালের মোড়গামী এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ তাহাসান আলী (২৭) ও মোঃ মামুনুর রশিদ ফিটু(৪৩)নামের দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী তাহাসান আলী উপজেলার হাসাবপুর গ্রামের সাজেমান আলীর ছেলে ও মামুনার রশিদ একই উপজেলার দাঁত ঝিকিড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।