ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয় উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে।
এসময় রাণীশংকৈল আ.লীগ নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম বিষয়ক দিকনির্দেশনাসহ আসন্ন দুর্গাপূজায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে ছাত্রলীগসহ আ.লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
ও বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা আ.লীগের সহ- সভাপতি মুক্তার আলম ও এমএ মমিন, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মামুনুর রশিদ এলবার্ট ও গোলাম সারোয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মহাদেব বসাক, সাবেক যুবলীগ সভাপতি আলমগীর সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কৃষক লীগ সভাপতি বাবর আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা সম্পাদক আরথান আলী প্রমূখ।
Post Views: 237