রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করেছে রামপাল থানা পুলিশ।
আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের অহিদ শেখের ছেলে পলাশ শেখ(৪১), বড় দূর্গাপুর এলাকার কুদ্দুস খানের ছেলে মোঃ সোহাগ খান(৩৬), ছায়রাবাদ গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে জাকির হাওলাদার(৩২), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত বাদশা মোড়লের ছেলে মোঃ আব্দুল লতিফ(৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মৃত হোসেন আলী ব্যাপারীর ছেলে সেন্টু ব্যাপারী(৪৫)।
বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসামিদের আটক করে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করা হয়েছে। আজ( ৬ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 167