মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র’দের মাঝে নগদ অর্থ সহায়তা’সহ চর্মরোগের উপর বিশেষ মেডিকেল ক্যাম্পেইন করেছে গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি কমলগঞ্জ ।
রোববার (৩০জুলাই) সকাল ১০ ঘটিকায় গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি আদমপুর কার্যালয়ের হল’রুমে এ সেবামূলক কর্মসূচি’টি অনুষ্ঠিত।
এই অনুষ্ঠানে সি ডি পি প্রকল্প কর্মকর্তা মি:বিপুল রেমা সভাপতিত্বে অতিথি হয়ে উপস্থিত ছিলেন ডা: তবিবুল ইসলাম , ডা: শ্রীনিবাস দেবনাথ,আদমপুর ইউনিয়নের মহিলা মেম্বার গুলনাহার বেগম, গুডনেইবারস সি ডি পি প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী ও উপকারভোগীবৃন্দ।
এই সেবামূলক অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি পাস করা ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০ জন’কে ৫০ হাজার টাকা শিক্ষা সহায়তা’র জন্য নগদ অর্থ দেওয়া হয় ও প্রায় ১শত জন রোগীকে বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক উপকার’ভোগী একজন ছাত্রী বলেন “গুডনেইবারস বাংলাদেশ” সেবামূলক একটি প্রতিষ্ঠান শিক্ষা উপকরণসহ বিভিন্ন রকমের সহায়তা দিয়ে থাকেন।আমি একজন বর্গাচাষী কৃষকের মেয়ে, আজকে নগদ অর্থ সহায়তা পেয়ে আমার কলেজ ভর্তি জন্য কাজে লাগবে।