রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ মোখলেছুর রহমান টুটুল(৩৫) নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার চার আষাড়িয়া(পানিপাড়া) গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটি কাটা ইউনিয়নের কদমহাজীর মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী টুটুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে আড়াই লাখ টাকা মূল্যের বস্তা ভর্তি ১২৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর জন পালিয়ে যায়। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রাখিয়া বিক্রি করে বলে স্বীকারক্তি দিয়েছে।