‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য সপ্তাহ (২৪-৩০ জুলাই) উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা শেষে বাজুবাঘা ইউনিয়নের বাজিতপুর গ্রামের মাছ চাষে তরুণ উদ্দ্যেক্তা মো. তুফান আলীর হাতে সম্মাননা স্মারণ তুলেদেন অতিথিরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শারমিন আখতার।
আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Post Views: 149