সোমবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসে মৎস্য কর্মকর্তা তানবির আহসান আলোচনা সভায় প্রেস ব্রিফিং করেন।
এসময় তিনি লংগদু মৎস্য অফিস কর্তৃক এশিয়ার সবচাইতে বড় কৃত্রিম কাপ্তাই লেকে মৎস্য চাষীদের জন্য ৭দিনের বিভিন্ন কর্মসূচির তালিকা প্রকাশ করেন। এ ৭দিনে সফল মৎস্য চাষীদের পুরষ্কার বিতরণ, মৎস্য পোণা অবমুক্তকরণ সহ মৎস্য চাষের ট্রেনিং দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলার বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু দরদা আরমান খান, প্রমুখ।