নীলফামারীর ডিমলায় সাংবাদিক আতিকুল ইসলাম আতিক নামে এক সাংবাদিক ও তার পরিবার হামলার শিকারে গুরুতর আহত হয়েছেন। তাকে ও তার পরিবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এবং সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাব, ডিমলা এবং সভাপতি নীলফামারী জেলা শাখা, ই-প্রেসক্লাবের আন্তজার্তিক সাংবাদিক সংগঠন।
অভিযোগ সুত্রে জানা যায়, হামলাকারীরা আপন সহদর ভাই ও তাহাদের পরিবারবর্গ। পারিবারিক জমি জমার বিষয় লইয়া হামলাকারীদের সহিত আহত সাংবাদিক আতিক এবং তার বড় বোনের দীর্ঘদিন ধরে বিরোধসহ বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে। ২৪ (জুলাই) সকাল ১১ টায় আহত সাংবাদিক আতিক ও তার বোন সামছুন্নাহারের নালিশীবিত্বে হামলাকারীরা জবর দখলের উদ্দেশ্যে ভাড়াটিয়া ট্রাক্টর দ্বারা হালচাষ করার চেষ্টা করে।
এসময় সাংবাদিক আতিকের বড় বোন নিষেধ করিলে হামলাকারীগন বড় বোন, তাকে ও তার স্ত্রীকে মারপিট করিয়া গুরুতর জখম করে। সাংবাদিক আতিক ও তার স্ত্রী এবং তার বড় বোন হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীদের বিরুদ্ধে ডিমলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত সাংবাদিক আতিক।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি সরেজমিন তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।