রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

মাধবপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

মোঃ নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ / ১৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তানভীর(৭) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মাধবপুর উপজেলার খড়কি কাশেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পুকুরে এ ঘটনা ঘটেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানিয়েছে, প্রতিদিনের ন্যয় আজও মাদ্রাসার সকল শিক্ষার্থীদের বেলা সাড়ে ১০টার সময় গোসলের ছুটি দেওয়া হয়। সবার সঙ্গে তানভীরও গোসল করতে পুকুরে যায়। গোসলরত সকলের অগোচরে তানভীর পানিতে ডুবে মারা যায়। নিহত তানভীর এক মাস আগে শিশু শ্রেণীতে ভর্তি হয়েছে।সে রহিম মিয়ার ছেলে।
গোসল শেষে অধিকাংশ ছাত্র নিজের কিংবা লজিং বাড়ীতে খাবারের জন্য চলে যায়। কিন্ত তানভীর যে পানিতে ডুবে আছে কেউই জানতো না। পরে ওই মাদ্রাসার পরে শিক্ষকগন গোসলে নামলে ডুবন্ত তানভীরের দেহ এক শিক্ষকের পায়ে লাগে। পানির নিচ থেকে ওঠিয়ে আনা হয়। নিহত তানভীর এর মা শারমীন জানান, তার ছেলে সাতার জানতো না। এক মাস আগে চুয়াডাঙ্গা থেকে এনে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক মৃত্যুের খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর