রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ডিমলায় তিনটি ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা।

মোঃ হাবিবুল হাসান,ডিমলা(নীলফামারি)প্রতিনিধিঃ / ১৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

নীলফামারীর ডিমলায় তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনটি ইউনিয়নে গত ১৭ জুলাই (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুরুষ ও মহিলা ভোটাররা সকাল ৮টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত নিজ নিজ পছন্দনীয় প্রার্থীকে নির্ভয়ে ভোট প্রদান করে। দিনব্যাপি কোথাও কোন অপ্রীতিকর বিশৃংখলা ছাড়াই সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রিজাইডিং অফিসার, পোলিং, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনা করে। স্থানীয় সংবাদকর্মীগন সার্বক্ষনিক নির্বাচন পর্যবেক্ষন করেন। ভোট গ্রহন শেষে পৃথক পৃথক ইউনিয়নের দায়িত্বে থাকা রির্টানিং অফিসারগন বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন। তিনি ৬৫০১ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী মোঃ রবিউল ইসলাম লিথন (স্বতন্ত্র) পেয়েছেন ৫৭৬৮ ভোট।

৫নং গয়াবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী মোঃ শরিফ ইবনে ফয়সাল মুন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি ৪৫৪৬ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী মটর সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ রকনুজ্জামান (স্বতন্ত্র) পেয়েছেন ৩০২৬ ভোট, অটোরিক্সা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সামসুল হক (স্বতন্ত্র) পেয়েছেন ২৪৯৬ ভোট, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার পেয়েছেন ১৮৬৯ ভোট।

৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম সাহিন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি ৪৯১৩ ভোটে বিজয়ী তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ ময়নুল হক (স্বতন্ত্র) পেয়েছেন ৪৬৯৩ ভোট, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন ৬৮০ ভোট।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার, সৈয়দপুর, নীলফামারী ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল কুদ্দুস সরকার বলেন, উপজেলার তিনটি ইউপি নির্বাচন কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে কোন প্রকার বিশৃংখলা ও সহিংশতা ছাড়াই স্বত্বস্ফুর্ত, শান্তিপূর্ণ, সুষ্ঠ, অবাধ,নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর