সোমবার ১৭ জুলাই ২০২৩ খ্রি রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, ডেঙ্গু জ্বরের প্রকোপ থেকে রক্ষার জন্য বিভিন্ন সচেতনতা, অস্ত্র ও মাদক উদ্ধার, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৫ জনকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
১। প্রতারণা মামলার এজাহারনামীয় ০৮ জন আসামী গ্রেফতারসহ নগদ ৩,১২,৫০০/- টাকা উদ্ধার এবং ধর্ষণ মামলার ০২ জন আসামীকে গ্রেফতারে ভূমিকা ও ০১ টি পরোয়ানা নিষ্পত্তির জন্য জেলার শ্রেষ্ঠ আসামী গ্রেফতারকারী অফিসার লংগদু থানার এসআই (নি:) জনাব মো: মশিউর আলম।
২। ধর্ষণ মামলার এজাহারনামীয় ০২ জন আসামী গ্রেফতার এবং ০৩ টি পরোয়ানা নিষ্পত্তির জন্য জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার লংগদু থানার এসআই (নি:) মোহাম্মদ শাহাবুর আলম।
৩। ০৬ টি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতারে মূল ভূমিকা, নিখোঁজ ০৩ জন ভিকটিম উদ্ধার এবং ১০ টি হারানো মোবাইল উদ্ধারে বিশেষ অবদান রাখায় জেলার তথ্য প্রযুক্তির মাধ্যমে শ্রেষ্ঠ সহায়তাকারী অফিসার সাইবার ক্রাইম মনিটরিং সেলের এসআই (নি:) জনাব মাসুদ রানা।
৪। পিকআপ ভ্যানে গুরুতর আহত শিশুকে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করায় জেলার শ্রেষ্ঠ মানবিক পুলিশ সদস্য ট্রাফিক কনস্টেবল জনাব নুরুল আলম।
৫। জেলার ট্রাফিক পুলিশকে ট্রাফিক ব্যবস্থাপনায়র কাজে সহায়তা করায় বাকপ্রতিবন্ধী জনাব মোহাম্মদ শাহীন’কে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।